ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

সাতক্ষীরা: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের নকুল বাড়ইয়ের ছেলে বিকাশ বাড়ই (৫৫), তার স্ত্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ই এর স্ত্রী হুরবা বাড়ই (২০)।  

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েব সুবেদার মো. সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।