ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, অক্টোবর ১, ২০২৪
নাটোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

এ ঘটনায় মো. সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  

নিহত আব্দুস সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে। আটক সাহেব একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুস সালামের মুদি দোকানে দীর্ঘদিন ধরে বাকি খেতেন সাহেব আলী। প্রায় এক মাস আগে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলীকে চড় মারেন আব্দুস সালাম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সে সময় সাহেব আলী দেখে নেওয়ার হুমকি দেন তাকে।  

এর জেরে সোমবার গভীর রাতে
আব্দুস সালামের মুদি দোকানের কাছে এসে ডাকাডাকি করেন সাহেব আলী। এতে সাড়া না দিলে তাৎক্ষণিকভাবে দোকানে আগুন লাগিয়ে দেন তিনি। এ অবস্থায় আব্দুস সালাম দোকানের বাইরে গেলে সাহেব আলী তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে সাহেব আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।  

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সাহেব আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ