ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
শিবচরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আমেনা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আমেনা ওই এলাকার জাকির মুন্সীর মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বেলা ১১টার সময় অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আমেনা। গোসলের এক পর্যায়ে তলিয়ে যায় সে। একই সময় শ্যামলী নামে আরেক শিশুও তলিয়ে যেতে থাকে। এ সময় পুকুরে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শ্রাবণীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আমেনাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, পানিতে ডুবে আমেনার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।