ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জামিন না মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জামিন না মঞ্জুর

বরিশাল: বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় কারান্তরীন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের জামিন হয়নি।  

বুধবার (২ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করা হয়।

বিচারক শেখ আবু তাহের তার জামিনের আবেদন না মঞ্জুর করেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন।  

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমকে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি।

মামলার আসামি হিসেবে ২৩ সেপ্টেম্বর তাকে বরিশাল আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।