ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পোশাকশ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
শ্রীপুরে পোশাকশ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সেলুনের ভেতরে আবু সাঈদ (২৩) নামে পোশাক কারখানার এক শ্রমিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় জেন্টস পার্লার নামে একটি সেলুনে এ ঘটনা ঘটে।

মৃত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

অভিযুক্ত নরসুন্দর মো. খলিল মিয়া (২৬)। তিনি সিলেট সদর থানার মসজিদ কলোনি গোটাটিকর এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাওনা উত্তরপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন আবু সাঈদ। নরসুন্দর খলিল মিয়া স্ত্রী সন্তান নিয়ে একই এলাকায় বাসা ভাড়া থেকে একটি জেন্টস সেলুন পরিচালনা করে আসছিলেন। তারা দুইজনেই পূর্ব পরিচিত। রাতে রাস্তার পাশে দোতলা সেলুন থেকে মারধর ও চিৎকার চেঁচামেচি শব্দ শুনেন স্থানীয়রা। একপর্যায়ে নরসুন্দর খলিল মিয়া রক্তাক্ত জামা কাপড় পড়া অবস্থায় সেলুন থেকে বেরিয়ে দ্রুত চলে যায়। পরে বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় লোকজন সেলুনে গিয়ে আবু সাঈদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলুন থেকে আবু সাঈদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৩,২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।