ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গুইমারায় অস্ত্রসহ দুইজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
গুইমারায় অস্ত্রসহ দুইজন আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (০৮ জানুয়ারী) সন্ধ্যায় ৭টার দিকে  গুইমারা উপজেলা ডাক্তার টিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা ডাক্তার টিলা এলাকা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেরকুমা কারবারী পাড়ার গৃদ্বিজয় ত্রিপুরার ছেলে রুবেল ত্রিপুরা জসিম(২০)  ও কলাববাড়ী এলাকার বাচ্ছু মিয়ার ছেলে মঞ্জুর আলমকে (২১) আটক করা হয়।

এ সময় তাদের কাজ থেকে একটি দেশীয় তৈরি ১টি এলজি,৭ রাউন্ড কার্তুজ, ২ টি মোবাইল  ফোন ও ১ হাজার ৮৬৮ টাকা পাওয়া যায়।  তারা দুইজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)  সংস্কার দলের সদস্য বলে জানা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, এনামূল হক চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।