ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক, চালক নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ট্রাক, চালক নিহত প্রতীকী ছবি

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আহত আনোয়ার হোসেন (৩৫) প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারির কাজে নিয়োজিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিচাগামী একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় ট্রাকে থাকা প্রাথমিক অধিদপ্তরের ডেলিভারির কাজে নিয়োজিত আনোয়ার গুরুতর আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস চালকের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের হাতে হস্তান্তর করে এবং আহত আনোয়ারকে উদ্ধার করে ধামরাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ট্রাকটির ডান পাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।