ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার আ. লীগ নেতা গফুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
ছাত্র আন্দোলনে হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার আ. লীগ নেতা গফুর

ঢাকা: রূপনগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর ) ভোরের আগে রূপনগরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি শটগান, আটটি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে মিরপুর-১০, পল্লবী প্রশিকার মোড় এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালান।  

গত ২০ জুলাই বিকেলে মিরপুর-১০ সংলগ্ন প্রশিকার মোড় প্রধান সড়কে হামলায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্তকালে নানা ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ এ আওয়ামী লীগ নেতার সম্পৃক্ত থাকার প্রমাণ পায়। পরে তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।  

গফুর মোল্লা তার নামে লাইসেন্স করা শটগানের জন্য ২০০১ সালে ৫০টি, ২০০৬ সালে ২৫টি এবং ২০১৩ সালে ২৫টিসহ মোট ১০০টি গুলি কেনেন। রূপনগর থানা পুলিশ তার কাছে থেকে একটি শটগান, আটটি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করে।  

বাকি ৯২টি গুলির বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তিনি গুলি ব্যবহার বা হারানো নিয়ে থানায় জিডিও করেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এ ৯২টি গুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেন।  

এ ছাড়া মিরপুর অরিজিনাল-১০ এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রধান সড়কে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হোসেন আকাশ নামে একজন নিহত হন। তার মা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গফুর মোল্লা এ হত্যা মামলায়ও এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।