ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাহাড়ি-বাঙালি সবাই বাংলাদেশি: জামায়াত নেতা শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
পাহাড়ি-বাঙালি সবাই বাংলাদেশি: জামায়াত নেতা শাহজাহান

রাঙামাটি: জামায়াতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি আমরা সবাই বাংলাদেশি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই মিলে মিশে কাজ করবো।

 

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, যারা সম্প্রীতি নষ্ট করে তারা দেশ প্রেমিক নয়। জামায়াত পাহাড়ে সম্প্রীতি রক্ষায় অতীতে কাজ করেছিল বর্তমানেও কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াত-শিবিরকে নিকৃষ্ট সংগঠনে পরিণত করতে চেয়েছিল। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল। কিন্তু পতনের এক ঘণ্টার মধ্যে তারা নিকৃষ্ট সংগঠনে পরিণত হয়েছে। তিনি এসময় জামায়াত-শিবির কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানাই।

লংগদু উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আবদুল আলীম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনছুরুল হক, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, রাঙামাটি পৌর জামাতের আমির আব্দুল সালাম এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সানি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।