ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার ওপর হামলা: হেলমেট বাহিনীর অন্যতম সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
ছাত্র-জনতার ওপর হামলা: হেলমেট বাহিনীর অন্যতম সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা চালানো হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল মোশারফ শুভ্রকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল মোশারফ শুভ্রকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।