ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান

নারায়ণগঞ্জ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার (অব.) বলেছেন, গত ১৫ বছরে যারা অনিয়মের মাধ্যমে প্লট নিয়ে গেছে তারা অবৈধভাবে কীভাবে নিয়েছেন, প্লট নাম্বারসহ দেবেন তাহলে আপনাদের যে দাবি তা বাস্তবায়ন হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে নতুন শহর প্রকল্প (পুর্বাচল) উপশহরের আধীবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামূল্যে এক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

এ সময় রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার (অব.) বলেন, বর্তমান সরকার হাইকোর্টের একটি কমিটি গঠন করেছেন যারা অযাচিতভাবে প্লট নিয়ে গেছে ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত, সেই ব্যাপার এ কমিটি গঠন করা হয়েছে, একজন বিচারকের নেতৃত্বে। আপনাদের যে অভিযোগ অনিয়মের মাধ্যমে যে প্লট নিয়ে গেছে ওই তথ্যগুলা রাজউক ও আপনারাসহ ওই খানে উপস্থাপন করবো। মনে রাখবেন একটি প্লট যখন বরাদ্দ হয়ে যায় রেজিস্ট্রেশন হয়ে যায়, রেজিস্ট্রি অফিস কিন্তু এক ধরনের কোর্ট সেহেতু ওইটাকে বাদ করতে হলে আমাদের হায়ার কোর্ট লাগবে। আপনারা যেটা মিস করছেন তাদের আবেদন আমরা জানি এ কমিটি যাচাই বাছাই করতেছে।

ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামুল্যে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহাম্মেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মহ. মনিরুজ্জামানসহ আরও অনেকে।

প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন বলেন, পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত  আদিবাসীদের প্লট বরাদ্দ, মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানিমুক্ত রাজউকের সেবাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধভাবে দেওয়া সব প্লট বাতিলের দাবিতে পূর্বাচল আধিবাসীরা নানা কর্মসূচি পালন করে আসছেন। আমরা আদিবাসীদের দাবি বাস্তবায়নের জন্য রাজউককে সব প্রকার সহযোগিতা করবো।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।