ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রাজশাহীতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী: ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা।  

শনিবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথমে বিক্ষোভ সমাবেশ হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

বক্তারা বলেন, ভারতের যেই ব্যক্তি আমাদের মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তাকে শরীয়ত অনুসারে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই দিতে হবে।

বক্তারা বলেন, ভারতীয় ওই কুলাঙ্গার রামগিরির একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর বিজেপি সন্ত্রাসী নিতেশ রানেকেও গ্রেপ্তার ও ফাঁসি দিতে হবে।

আজকের আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বসন্তকেদার দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, বিসিএস ইউনিকের চেয়ারম্যান ডা. মাহবুবুল আলম এবং ছাত্রদের পক্ষ থেকে কামাল হোসেন, জুবায়ের হাসেন, মোমিনুল ইসলাম, রনি ইসলাম, ইয়াসিন আলীসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।