ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা সড়কে পড়ে ছিল নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
মাগুরা সড়কে পড়ে ছিল নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ

মাগুরা: মাগুরা টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।  

সোমবার (৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের টেক্সটাইল মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।  

পুলিশও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় এই নারীর মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে এখনো তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন থাকায় তার পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, মাগুরা-যশোর রোড এলাকায় টেক্সটাইল মিল গেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের ওপর দিয়ে গাড়ি চলাচল করায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তার পরিচয় জানতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।