ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
দিনাজপুরে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২ 

দিনাজপুর: দিনাজপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ ফখরুল (৫৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত নেছারের ছেলে।  

আহতরা হলেন- একই উপজেলার উপশহর এলাকার মৃত মকবুলের ছেলে সাইদুর (৩০) ও নামতারা এলাকার মৃত চাটির ছেলে বেলাল (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ইসলামিক হাসপাতালের সামনে এলে যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ফখরুল নিহত হন। আহত হন ইজিবাইকের দুজন যাত্রী। হতাহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইজিবাইকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।