ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মৃদু কুয়াশায় শীতের আমেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নীলফামারীতে মৃদু কুয়াশায় শীতের আমেজ

নীলফামারী: উত্তরের জনপদ নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করছে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত  হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে জনপদ।

দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে নীলফামারী জেলার এরকম চিত্র দেখা মিলেছে। গত কয়েক দিন ধরে শেষ রাত ও ভোর রাতে একটু শীত অনুভূত হচ্ছে। এ যেন শীতের আগমনী বার্তা এমনটি বলছেন লোকজন।  

উত্তরের জনপদ নীলফামারী। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলায় বরাবরই আগেই শীত অনুভূত হয়। এবারও এরকমটি মনে হচ্ছে। সকালে আকাশ কুয়াশায় ঢেকে যায়। সড়ক ও মহাসড়কের হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা যায়। তিস্তা নদী বেষ্টিত এলাকায় এই কুয়াশা অনেক বেশি নজরে আসে।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। দিন ও রাতের তাপমাত্রারর পারদও কমছে। সব মিলে প্রকৃতিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করছে।    

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।