ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরবি ওই গ্রামের নুর আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় শিশু আরবি। দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে বিকেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা ডোবায় চেষ্টা করে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে দেয়। আজ সকালে স্থানীয়রা ওই ডোবায় শিশু আরবির মরদেহ ভাসতে দেখে। পরে উদ্ধার করা হয়।  

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজ হয়েছিল। একদিন পর ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।