ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১ টন সরকারি চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নীলফামারীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১ টন সরকারি চাল জব্দ

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ২১.৭ টন সরকারি চাল জব্দ করা হয়েছে।  

শনিবার (১২ অক্টোবর) বিকেলে এসব চাল জব্দ করা হয়।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সত্যতা মিললে ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাল মজুদকারক মজনুর রহমান বলেন, আমি পূজা উদ্‌যাপন কমিটির মাধ্যমে ৩৭ টন চাল ক্রয় করি। পর্যায়ক্রমে বিক্রি করার পর ২১.৭ টন চাল আমার গুদামে মজুদ রয়েছে। চটের বস্তার চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কম। সেজন্য প্লাস্টিকের বস্তায় ভরে চালের বাজারজাত করা হচ্ছিল।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাল মজুদের বিষয়টি জানতে পেরে ফোর্স পাঠিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।