ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিল ‘শৈল্পিক স্বপ্ন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিল ‘শৈল্পিক স্বপ্ন’

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরিতে ‘শৈল্পিক স্বপ্ন’ এর পক্ষ থেকে ৩৭০টি বই উপহার দেওয়া হয়েছে। বইগুলোর মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, ইসলামিক বই, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক বিষয়ক বই।

 

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শৈল্পিক স্বপ্ন এর উপদেষ্টা ও সংগঠনের স্থায়ী সদস্য এম এম বাদশাহ ডিআরইউয়ের সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীমের কাছে এ বই হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউয়ের কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম।   

ডিআরইউয়ের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের লাইব্রেরিতে বই দেওয়ার জন্য শৈল্পিক স্বপ্নকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।