ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাইকোর্টে নাগরিক কমিটিও থাকবে ছাত্রদের সঙ্গে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
হাইকোর্টে নাগরিক কমিটিও থাকবে ছাত্রদের সঙ্গে

ঢাকা: আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী বিচারপতিদের মিছিলের প্রতিবাদে তাদের অপসারণ চেয়ে বুধবার (১৬ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সময়ে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

 

জাতীয় নাগরিক কমিটির সদস্য সালেহ উদ্দিন সিফাত বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে একটি গণজমায়েত হাইকোর্টের উদ্দেশ্যে যাবে। সেখানে আগেই আমাদের লিগ্যাল উইংয়ের সদস্যরা থাকবেন।  

এদিকে বেলা ১১টায় শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।  

গত ১৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।  

এ ঘটনায় হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দিয়ে বলেন, ছাত্র-জনতা রাস্তায় ইনসাফ কায়েমের জন্য রক্ত দেবে, আর আপনারা আদালতে বিচারকের আসনে বসে জুলুম কায়েম করবেন?

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।