ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মেয়রসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মেয়রসহ নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিতে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন।  

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি ওই হামলায় নিহত পাঁচজনের মধ্যে নাবাতির মেয়রও ছিলেন।

 

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, নাবাতির পৌরসভা ভবনে বিমান হামলা চালানো হয়েছে। হামলার সময় মেয়র শহরের মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি ক্রাইসিস সেল সভায় যোগ দিয়েছিলেন।  

অন্য এক প্রত্যক্ষদর্শী এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে জানান, মাত্র ৩০ মিনিটের ব্যবধানে কমপক্ষে নয়টি হামলা চালানো হয় শহরটিতে।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা পাঁচজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা নাবাতি এলাকায় কয়েক ডজন হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ভেঙে দিয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১০ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্ত সংঘাত শুরু হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে। লেবানন থেকেও ইসরায়েলে হামলা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।