ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য খামারির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য খামারির মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মটর দিয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর আলম (৫০) নামে এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে।  

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে।  

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মৎস্য খামারের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রি করে। এরপর খামারের পুকুরে পুনরায় পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়।  

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খামারে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবার চাইলে এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।