ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনে সুমন হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আন্দোলনে সুমন হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফিজুর রহমান সুমন হত্যা মামলার আসামি মাহে আলমকে (৬৫) গ্রেপ্তার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা সূত্রে জানা যায়, মাহে আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে শেরেবাংলা নগর মহিলা কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল।  

পেশায় চালক হাফিজুর রহমান সুমন সেই আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার ওপর দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন।

তখন হাফিজুর রহমান সুমন গুরুতর আহত হন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।  

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় ৯ অক্টোবর সুমনের স্ত্রী মোছা. বিথি খাতুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়।  

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাহে আলমকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।