ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে তালিকা না থাকা ও দাম বেশি রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বাগেরহাটে তালিকা না থাকা ও দাম বেশি রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে দাম বেশি নেওয়া ও তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (২১ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজার এলাকায় বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

এসময়, খান পোল্ট্রিকে (আব্দুস সালামের মুরগির দোকান) দুই হাজার, মুরগির খাবার বিক্রয়কারী মিলন স্টোরকে দুই হাজার, চাল বিক্রেতা অসিত সাহা অ্যান্ড ব্রাদার্সকে তিন হাজার এবং দোলা স্টোর ও আব্দুল জলিল ট্রেডার্সকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।  

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন তারা। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

অভিযানে বাগেরহাট কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন, প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. পরিতোষ রায়সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।