ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রায়পুরে সাত জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এদের মধ্যে ছয়জনকে ১২ দিন এবং একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এদের মধ্যে জহিরুল ইসলামের বাড়ি বরিশালের হিজলা ও অন্যরা রায়পুর উপজেলার বাসিন্দা।  

সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে রায়পুর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রায়পুর সীমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

এ সময় তাদের কাছ থেকে একটি বড় নৌকা ও প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের সর্বোচ্চ দুই বছরের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।