ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছে। এর আগে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তারা ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে।
বুধবার (২৩ অক্টোবর) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৩ দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
এ সময় ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’ ও অন্যান্য স্লোগান দেন তারা।
দুপুর ১২টার দিকে তারা একটি মিছিল সাইন্সল্যাব হয়ে নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। এ সময় ওই এলাকার এক পাশের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা সড়ক ছেড়ে শিক্ষার্থীরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের সামনে সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এক পাশের রাস্তায় যান চলাচল চলাচল করলেও তাদের অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। তারা বিকেল সাড়ে তিনটার দিকে সড়ক ছেড়ে গেছেন।
তিনি আরও বলেন, জানা গেছে শনিবারের মধ্যে দাবি মেনে নেওয়ার অনুরোধ করেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এজেডএস/এমজে