ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে একটি মিনি পিকআপভ্যানে চাঁদপুরে আনার সময় জাটকগুলো জব্দ করা হয়।

সন্ধ্যার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে গোপন খবর পেয়ে পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড। জব্দ করা জাটকাগুলো কোস্টগার্ড স্টেশন এনে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।  

এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।