ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বেশি দামে পণ্য বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
সৈয়দপুরে বেশি দামে পণ্য বিক্রি, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রেজওয়ান ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

 
 
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালাক শামসুল আলম। এসময় বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের উম্মে কুলসুম, সদস্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ছাত্র প্রতিনিধি মো. ইসমাইল হোসেন ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল তার সঙ্গে ছিলেন।  

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে রেজওয়ান ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে যথাযথ দামে পণ্য বিক্রি না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এদিকে অভিযানের খবর পেয়ে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন।
 
সহকারী পরিচালাক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।