ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী আশরাফ হোসেন আশফাক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আশরাফ হোসেন আশফাক (৩৫) নামে এক ব্যবসায়ী। স্বজনদের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় তাকে গলাটিপে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

 

বুধবার (২৩ অক্টোবর) রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহত আশরাফ হোসেন আশফাক পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত আশফাকের মরদেহ উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।  

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যবসার পাওনা টাকা চাওয়ায় আশফাককে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।