নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের হাজার হাজার মুসুল্লির উপস্থিতিতে শীর্ষ আলেমদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের পর ঐতিহাসিক ডিআইটি চত্বরে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী আব্দুর রহমান ও বেফাক নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী মুফিজুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন সমাবেশে।
বক্তারা ফিলিস্তিনি ও লেবাননের সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং চলমান হামলা ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের কার্যকরী উদ্যোগ গ্রহণ করার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমআরপি/এসআইএস