ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ‘আলগামন’চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, নভেম্বর ২৮, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ‘আলগামন’চালক নিহত প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার গাড়ি (স্থানীয় নাম আলগামন) উল্টে চালক আব্দুল আজিজ (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান চেরাগীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সকাল ৮টার দিকে আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বামন্দী বাজারের কাছে ছাতিয়ান চেরাগীপাড়ায় নির্মাণাধীন রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগলে আলগামনটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ চলছে। মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের তদারকি না থাকায় ও অবহেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান যত্রতত্রভাবে নির্মাণ কাজ করছেন। ধারাবাহিকভাবে রাস্তার কাজ না করে মাঝে মধ্যে উচুঁ নিচু করে রাখা হয়েছে। ফলে যানবাহন ঠিকভাবে চলতে পারে না। এছাড়া নির্মাণ সামগ্রী রাস্তার ওপর যেখানে সেখানে ফেলে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি বামন্দীর কাছে ফায়ার সার্ভিস অফিসের কাছেই বালুল স্তূপে ধাক্কা খেয়ে একজন ও গাংনী পল্লী বিদ্যুতের সামনে রাস্তায় রাখা পাথরের স্তূপে ধাক্কা খেয়ে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন। এছাড়া গাংনী বাজারে রাস্তা নির্মাণ বন্ধ রাখায় দুর্ভোগে পোহাতে হচ্ছে পথচারীদের।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।