ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ মাস পর মিলল এক ব্যক্তির কঙ্কাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
গাজীপুরে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ মাস পর মিলল এক ব্যক্তির কঙ্কাল

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দরিপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ মাস পর রক্সি বাবু রোজারিও (৪৩) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

রক্সি দরিপাড়া এলাকার মুকুল রোজারিও’র ছেলে।

এ ঘটনায় জড়িত অপহরণকারী লিংকন রোজারিওকে (৪৯) আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, চলতি বছরের ১০ জুলাই রক্সি বাবু রোজারিওকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন লিংকন রোজারিও। পরে এ ঘটনায় অপহৃত রক্সি বাবু রোজারিও’র স্বজনরা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অপহরণকারীকে গ্রেপ্তার ও অবহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে শুক্রবার সকালে ঘটনার সঙ্গে জড়িত লিংকন রোজারিওকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে, দরিপাড়া এলাকায় একটি পুকুর থেকে রক্সি বাবু রোজারিও’র কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণের পরপরই তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় অপহরণকারীরা। ময়নাতদন্তের জন্য কঙ্কাল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet