ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন 

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক খুন হয়েছেন।  

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক রিমন আহমদ ওই গ্রামের ইসরাব আলীর ছেলে। আর খুনের ঘটনায় অভিযুক্ত সাদিক একই এলাকার মজির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। যে কারণে সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার রাতে এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে বদরুলের পক্ষে বাকবিতণ্ডায় জড়ান রিমন। তখন সাদিক উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বাংলানিউজকে বলেন, আসামি গ্রেপ্তার নিয়ে ব্যস্ত ছিলাম, যে কারণে অভিযুক্ত যুবককে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।