ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকা: ছাত্র-জনতার ওপর প্রকাশ্য হামলায় মামলার প্রধান আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ক্যাডার হোসেন আলী কমিশনারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‍্যাব-১২।

তার বিরুদ্ধে ছাত্র-জনতার দিকে অস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগ রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম।

তিনি বলেন, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত  ছাত্র-জনতার ওপরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার মামলায় প্রধান আসামি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরির ক্যাডার হোসেন আলী কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।