মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। এ সময় ২৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মানদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মাছ ধরার জন্য জাল নদীতে পেতে রাখেন জেলেরা। এ সময় ২৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করাসহ মাছ স্থানীয় এতি খানায় বিতরণ করা হয়। এ পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ মিটার জাল ধ্বংস করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,পদ্মায় অভিযানের পাশাপাশি ইলিশ বিক্রির হাটেও অভিযান চালানো হচ্ছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে অস্থায়ী ইলিশের হাটে অভিযান চালানো হয়েছে। হাটটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি