ঢাকা: রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় করা মামলায় এক চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ ওরফে পকাকে (৩৫) গ্রেপ্তার করে ডিএমপির মিরপুর মডেল থানা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা করেন মিরপুরের পূর্ব মনিপুর এলাকার বাসিন্দা মো. সানিউল জাদীদ রিপন। ওই এলাকার ১০৬৪/১ নম্বর বাসার দ্বিতীয় ও তৃতীয় তলায় তার দুটি ফ্ল্যাট আছে। গত ২২ সেপ্টেম্বর রাতে তার ফ্ল্যাট দুটিতে চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, বাদীর মামলার পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানা তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত প্রকাশ ওরফে পকাকে শনাক্ত করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাদী ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাসরত বাদীর মা ঘুম থেকে উঠে দেখেন তার শোবার ঘরের জানালা খোলা ও তার ব্যবহৃত ভিভো মোবাইল ফোনটি নেই। সে সময় বাদী ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের তৃতীয় তলার ফ্ল্যাটের মূল দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো। তারা দেখতে পান ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখা বাদীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি নেই। ভ্যানিটি ব্যাগের মধ্যে একটি অ্যাপল ওয়াচ, একটি এয়্যার পড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ নগদ ৬৫ হাজার ৫০০ টাকা ছিল।
গ্রেপ্তারকৃত প্রকাশ ওরফে পকাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসসি/আরবি