ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

গরু চুরিতে বাধা দেওয়ায় গাড়িচাপায় ছাত্রী হত্যা, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
গরু চুরিতে বাধা দেওয়ায় গাড়িচাপায় ছাত্রী হত্যা, গ্রেপ্তার ২

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরির সময় বাধা দেওয়ায় গাড়িচাপা দিয়ে ফারজানা আক্তার পিংকি (১৯) নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চট্টগ্রাম ও নোয়াখালী জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) আসামিদের কুমিল্লা জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

গ্রেপ্তারকৃতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের ইউনূসের ছেলে বখতিয়ার জসিম (৩২) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানপুর গ্রামের খালপাড় এলাকার মৃত কাবিল মিয়ার ছেলে রুবেল (৩৫)।  

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক এ তথ্য জানান।

ওসি বলেন, প্রযুক্তির সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ফোর্সসহ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দুই গরু চোরকে গ্রেপ্তার করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

চলতি বছরের ১৮ অক্টোবর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে একটি গরু বাঁধা ছিল। এসময় চোরের দল গরুটি প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। গৃহকর্ত্রী আসমা বেগম তা দেখে বাধা দিলে তাকে বেড়ধক মারধর করা হয়। মায়ের চিৎকার শুনে পিংকি এসে গাড়ির সামনে দাঁড়ালে চোরের দল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তেন।

এ ঘটনায় ওই রাতে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহতের বাবা আব্দুল কাদের।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।