ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পথচারীদের ওপর উঠে গেল প্রাইভেট কার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
পথচারীদের ওপর উঠে গেল প্রাইভেট কার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে একটি প্রাইভেট কার কয়েকজন পথচারীকে চাপা দিয়েছে। এতে তিনজন আহত হওয়ার খবর জানা গেছে।

 

রোববার (২৭ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।  

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, চাকা ফেটে যাওয়ার কারণে চলন্ত একটি প্রাইভেট কার সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া বেশ কয়েকজনের উপরে উঠে যায়। এতে তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার পেছন থেকে দ্রুত গতিতে বেশ কয়েকজন পথচারীর ওপর উঠে যায়।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।