সাভার: ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত সাভারের সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আহতদের কাছে এই আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩২ জন সাভার সিআরপিতে চিকিৎসাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ তাদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়াসহ তাদের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ করে টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে চেকের মাধ্যমে ৫ জনকে আর্থিক সহায়তা হস্তান্তর করা হয় আর বাকি ২৭ জনকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি তাদের পুনর্বাসনেও কাজ করবে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই লক্ষ্যে ফাউন্ডেশনের হটলাইন নম্বরে যোগাযোগ করে আহতরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
আর্থিক সহায়তা হস্তান্তরের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণ করতে গঠিত স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা ইতিসহ সিআরপির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএএইচ