ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনায় ইউপি সদস্য হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:২৬ পিএম, অক্টোবর ২৮, ২০২৪
খুলনায় ইউপি সদস্য হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার 

ঢাকা: খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ অক্টোবর) রাতে রাজধানী মোহাম্মদপুর থানা ও কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন, দ্বীন ইসলাম সরদার (৬০), মিলটন শেখ (৩২) ও আলামিন শেখ (২৫)।

সোমবার (২৮ অক্টোবর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানী মোহাম্মদপুর থানা ও কাফরুল থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সময় ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে রওনা করেন। সে সময়  দিঘলিয়া থানাধীন কোলা বাজারস্থ একটি দোকানের সামনে পৌঁছালে, আসামিরাসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে চারদিক থেকে ঘিরে ধরে। নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ভিকটিম ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎস্যক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

ওই ঘটনার পর গত ৯ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে দীঘলিয়া থানায় একটি মামলা করেন। ওই ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলাদেশ সময়: ১:২৬ পিএম, অক্টোবর ২৮, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।