ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘণ্টার প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলছাত্রী এশা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এক ঘণ্টার প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলছাত্রী এশা 

ফরিদপুর: আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের যৌথ উদ্যোগ ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতীকী দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এলিনা ইসলাম এশা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার সকালে প্রতীকী এ দায়িত্ব গ্রহণ করে এশা বলেন, আমরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের হাতে থাকবে দেশ পরিচালনার চাবিকাঠি। তাই এই ধরনের প্রতীকী দায়িত্ব পালন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি।  

এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই আমাদের সবার শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তবে আমরা কোন শিক্ষা নিচ্ছি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকের এই কার্যক্রম নিঃসন্দেহে সুশিক্ষার একটা অংশ।  

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবছর বিভিন্ন কার্যক্রম করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল এক ঘণ্টার জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতীকী দায়িত্ব পালন জেলার কন্যা শিশু দ্বারা বাস্তবায়ন করা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।