ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অর্ধশত সরকারি আইন কর্মকর্তার যোগদান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
মৌলভীবাজারে অর্ধশত সরকারি আইন কর্মকর্তার যোগদান জেলা প্রশাসকের সাথে মতবিনিময়। ছবি: বাংলানিউজ  

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২ জন সরকারি আইন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যোগদান অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন এসময় নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাইল হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

সভায় সরকারি আইন কর্মকর্তাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব সদস্য অংশগ্রহণ করেন।  
বিগত সরকারের আমলে নিয়োগকৃত সব আইন কর্মকর্তাদের অপসারণ করে নতুন করে দেশের সব আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে পাবলিক প্রসিকিউটর এবং অ্যাড. মামুনুর রশিদকে সরকারি কৌঁসুলি করে মোট ৪২ জনকে এ নিয়োগ দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক সব আইনজীবীদের মতামত গ্রহণ করেন এবং সরকারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।