ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ২৯

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে সাম্প্রতিক সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হয়ে উঠেছে যেন অপরাধের স্বর্গরাজ্য। প্রায় প্রতিদিনই মাদককারবারি ও বিভিন্ন অপরাধীরা গোলাগুলির ঘটনা ঘটেছিল।

এতে মোহাম্মদপুরে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে প্রাণ গেছে ১০ জনের বেশি, বিভিন্ন ঘটনায় আহত প্রায় অর্ধশত। প্রতিনিয়ত এ এলাকায় ছিনতাই-ডাকাতি ঘটেই চলেছে। এমন অবস্থা নিয়ন্ত্রণে আনতে মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর পৃথক পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প জি ব্লকের ৫০৮ নম্বর বাসার ৪র্থ তলা থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।

ওই রাতে আরেকটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।  

আরও জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।