ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে তারেক রহমানের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে তারেক রহমানের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশ মহিলা ফুটবল দল দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ায় দলকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ফুটবল দলকে এ অভিনন্দন বার্তা জানান।

 

অভিনন্দন বার্তায় বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়কে ঐতিহাসিক এবং মহিলা ফুটবল খেলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, মহিলা দলের সদস্যরা ফুটবল খেলায় সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ মহিলা ফুটবল দল বিশ্বের প্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।  

তারেক রহমান বলেন, আমি বাংলাদেশ মহিলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।