ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিলে ডাকাতির অভিযোগে দুই ডাকাতকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা সম্পর্কে আপন ভাই।  

ভোলাহাট থানার পুলিশ গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন-ইয়াকুব (২৯) ও আলমগীর (৩০)। তারা ভোলাহাট উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমান হবু শিল্পির দুই ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে করে আসছিলেন কয়েকজন নারী ও পুরুষ। এ সময় বড়জামবাড়ীয়ার খাপানিরবিল এলাকায় পৌঁছালে একটি ডাকাতদল ভ্যানের নারী যাত্রীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার সহ টাকা-পয়সা কেড়ে নেয়। এসময় ওই নারীদের মধ্যে একজন ডাকাতকে চিনে ফেলেন এবং চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা ডাকাত দলকে ঘিরে ধরেন। পরে জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছোটজামবাড়ীয়া চামারপাড়ায় ইয়াকুব ও আলমগীর নামে দুই ডাকাত ধরা পড়ে। এরপর সেখানেই গণপিটুনিতে এ দুজন মারা যায়। এ সময় দুখু নামে অপর এক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কয়েকশ লোক খবর পেয়ে ডাকাতদের ঘেরাও করে। এসময় দুখু ও আরও একজন ডাকাত পালিয়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। ভোলাহাট থানায় খবর দেওয়া হলে বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিহত দুই ডাকাতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।