ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ৫ দিন ধরে দম্পতি নিখোঁজ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মৌলভীবাজারে ৫ দিন ধরে দম্পতি নিখোঁজ নিখোঁজ দম্পতি সালাম ও ফারজানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক দম্পতি পাঁচ-ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার বাংলানিউজকে বলেন, সাধারণ ডায়েরির তথ্যানুযায়ী গত ২৭ অক্টোবর তার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি। একাধিক ক্লু নিয়ে আমরা মাঠে কাজ করি।

তিনি আরও বলেন, পরিবারের দাবি তারা কুষ্টিয়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন – এ তথ্যটি সঠিক নয়। এ ব্যাপারে আমাদের জোরালো অভিযান অব্যাহত আছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।

নিখোঁজ দম্পতি হলেন- সালাম আহমদ (২৩) ও তার স্ত্রী ফারজানা আক্তার (১৯)। এই দম্পতির বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পানের পাইকারি বিক্রির দোকান আছে।
বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি।

নিখোঁজ ব্যবসায়ী সালামের বড়ভাই আলী আহমদ জানান, প্রায় সাড়ে চার মাস আগে সালাম ও ফারজানার বিয়ে হয়। এরপর ২৫ অক্টোবর সালাম তার স্ত্রীকে নিয়ে সড়ক পথে কুষ্টিয়ার ভেড়ামারায় এক ব্যবসায়ীর কাছে বেড়াতে যাওয়ার জন্য বের হন।

আলী আহমদ আরও বলেন, ২৬ অক্টোবর দুপুরে সালাম অন্য একটি মোবাইল ফোন থেকে নিজের দোকানের এক কর্মচারীকে ফোন করে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে ওই কর্মচারী বিকাশে টাকা পাঠান। এরপর থেকে সালামের ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিকাশে টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ আছে।

এতে সন্দেহ হওয়ায় ভেড়ামারার ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সালাম ও ফারজানা তার কাছে যাননি। এ অবস্থায় ২৭ অক্টোবর কুলাউড়া থানায় জিডি করেন তিনি। তার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। সালাম ও তার স্ত্রী নিখোঁজে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ সালাম ও তার স্ত্রী ফারজানার সন্ধানে প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুতই অগ্রসর হচ্ছেন বলেন জানান কুলাউড়া ওসি।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।