ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ভাঙচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
হাজীগঞ্জে ভাঙচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার সাবেক কাউন্সিলর মাঈনুদ্দিন

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভাঙচুরের মামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে তাকে নিলাম বলাখাল গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

মাঈনুদ্দিন ওই ওয়ার্ড যুবলীগ সভাপতি।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন একটি শো-রুমের মালিক সেলিম মিয়া।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামিদের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।