ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে দুই গ্রুপের গুলি বিনিময়, প্রতিবন্ধী নারী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মহেশখালীতে দুই গ্রুপের গুলি বিনিময়, প্রতিবন্ধী নারী নিহত 

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে।  


স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল জানান, কালারমারছড়ার পাহাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ওই এলাকার একটি ঘরের বেড়া ভেদ করে গুলি ঢুকে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফরিদা ইয়াসমিন।  

নিহতের ভাই ফরিদুল আলম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০-৩০ জন লোক গোলাগুলি করে। এতে আমার প্রতিবন্ধী বোন মারা গেছে।  

বোনের মৃত্যুর বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান কায়সার হামিদ।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।