ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পরকীয়া সংক্রান্ত সালিশে গিয়ে ছুরিকাঘাতে আকবর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ নভেম্বর) মোহাম্মদপুর থানার (ইন্সপেক্টর তদন্ত) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানা এলাকার শ্যামলীর একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে রাতেই তার পরিচিত লোকজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আকবরকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আকবর আরও আগে মারা গেছে। পরে পুলিশ সকালে তার মনদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে আকবরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত আকবর হোসেন পরিবার সাথে রাজধানী আদাবর এলাকায় থাকতেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। পেশায় তেমন কিছু করতেন না।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, একটি পরকীয়ার প্রেমের সম্পর্ক জেরে শ্যামলীর একটি মাঠে কয়েকজন মিলে সালিশে বসে। সেই সালিশের মাঠেই মারামারির সময় একপর্যায়ে আকবরকে ছুরিকাঘাত করা হয়। পরে আকবর মারা যায়। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশের একটি টিম অলরেডি কাজ শুরু করেছে।
এদিকে নিহতের পরিচিত কবিতা নামে এক নারী অভিযোগ করে বলেন, মোহাম্মদপুর বিজলী মহল্লার এলাকায় সজল নামে এক ছেলের সাথে এলাকার একটি বিবাহিত মেয়ে সাথে প্রেমের সম্পর্ক হয়। যদিওবা বিবাহিত মেয়েটির সাথে তার স্বামীর ছাড়াছাড়ি হয়েছে বলে জানা যায়। তাদের প্রেমের সম্পর্কটি জেনে যায় ওই মেয়ের স্বামী। এ বিষয় নিয়ে রোববার শ্যামলীর একটি মাঠে সালিশের মধ্যে আকবর হোসেনের পেটে ছুরিকাঘাত করে রিয়াজ ও রাসেল নামে দুই যুবক। পরে হাসপাতালে আকবর মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আকবরের সাথে কোন সংশ্লিষ্টতা নেই। তিনি গিয়েছিলেন একজনের ডাকে সেই সালিশে। সেখানে গিয়েই তার প্রাণটা গেল।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এজেডএস/এএটি