ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য ও একজন ইমাম নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও খড়বোঝাই নসিমনের সংঘর্ষে তারা প্রাণ হারান।

দুর্ঘটনার পর সিনএনজিচালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন মো. পলাশ (২২) ও আব্দুল কুদ্দুস (৪০)। এরমধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। আর আব্দুল কুদ্দুস মোহনপুর উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি নওগাঁ জেলার রানীনগর থানার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহীর দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নওগাঁয় যাচ্ছিল। মহাসড়কের সইপাড়া নামক স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন পলাশ ও আব্দুল কুদ্দুস যান। দুর্ঘটনায় তাদের দুজনেরই মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম হয়। মুমুর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, এই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় থানায় মামলা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।