ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় দাদিকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত নাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
তালায় দাদিকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত নাতি প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় দাদি সখিনা খাতুনকে (৭০) গলা কেটে হত্যা করেছে হানিফ জোয়াদ্দার (২৩) নামে মাদকাসক্ত এক যুবক।

শুক্রবার (১ নভেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ হত্যাকারী হানিফ জোয়ার্দারকে আটক করেছে।

নিহত সখিনা খাতুন তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।  

এছাড়া হত্যাকারী মাদকাসক্ত যুবক হানিফ জোয়াদ্দার ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছে‌লে ও স‌খিনা খাতু‌নের নাতি।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সঙ্গে কথা কাটাকাটি হয় হানিফের। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে দাদি সখিনা খাতুনকে গলা কেটে হত্যা করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি তার দাদিকে হত্যার দায় স্বীকার করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।